নিরাপদ পানি নিশ্চিত করতে ৩৩টি ফিল্টার স্থাপন করলো জবি ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

নুর আলম, জবি সংবাদদাতা

Location :

Dhaka City
নিরাপদ পানি নিশ্চিত করতে ৩৩টি ফিল্টার স্থাপন করলো জবি ছাত্রশিবির
নিরাপদ পানি নিশ্চিত করতে ৩৩টি ফিল্টার স্থাপন করলো জবি ছাত্রশিবির |নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুমসহ বিভিন্ন বিভাগে মোট ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘নিরাপদ পানি পান কর্মসূচি’র উদ্বোধন ঘোষণা করেন শাখা শিবির নেতারা।

সংবাদ সম্মেলনে শাখা সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এমনকি শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থাও প্রশাসন করতে পারেনি। এজন্যই ছাত্রশিবির এ কর্মসূচি হাতে নিয়েছে এবং আজ থেকে এটি চলমান থাকবে।’

শাখা সভাপতি মো: রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা মূলত প্রশাসনের দায়িত্ব। কিন্তু তারা যে স্বল্পসংখ্যক ফিল্টার দিয়েছে, তা শিক্ষার্থীদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। তাই ছাত্র সংগঠন হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি।’

তিনি আরো জানান, পরবর্তী ধাপে ছাত্রী হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করা হবে। পাশাপাশি কাপড় শুকানোর সমস্যা সমাধানে ওয়াশিং মেশিন এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দফতর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।