জাবিতে ‘স্বৈরাচার হাসিনার পতন দিবস’ উপলক্ষে প্রতিবাদী সমাবেশ ও গণসংগীত

সাংস্কৃতিক সংগঠনগুলোকেও বিশ্ববিদ্যালয় নিয়ে গঠনমূলক সমালোচনায় এগিয়ে আসতে হবে। এ সময়ের তরুণদের দুঃশাসনের শেকল ভাঙতে হবে। আর তা সম্ভব নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার মাধ্যমেই।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Dhaka
নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন–২০২৫’ উপলক্ষে প্রতিবাদী সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা বাংলাদেশের জন্য গর্বের হতে হবে। এজন্য ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। সাংস্কৃতিক সংগঠনগুলোকেও বিশ্ববিদ্যালয় নিয়ে গঠনমূলক সমালোচনায় এগিয়ে আসতে হবে। এ সময়ের তরুণদের দুঃশাসনের শেকল ভাঙতে হবে। আর তা সম্ভব নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার মাধ্যমেই।’

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। এ সময় জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন ও মেহের আফরোজ শাঁওলী। সমাবেশ শেষে সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সমবেত কণ্ঠে প্রতিবাদী গণসংগীত পরিবেশিত হয়। যা শিক্ষার্থীদের মাঝে আন্দোলন ও প্রতিরোধের চেতনা ছড়িয়ে দেয়।