টাইমস হায়ার অ্যাডুকেশন র‌্যাঙ্কিং ২০২৫

আবারো শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

এ অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার এক অনন্য স্বীকৃতি। আমরা প্রমাণ করেছি, সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক শিক্ষাদান এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশেও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
টাইমস হায়ার অ্যাডুকেশন র‌্যাঙ্কিং ২০২৫ : আবারো শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার অ্যাডুকেশন র‌্যাঙ্কিং ২০২৫ : আবারো শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

ধারাবাহিক সাফল্যের ধারায় যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য শিক্ষা সাময়িকী টাইমস হায়ার অ্যাডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫-এ দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবারো শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টিএইচই’র ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়।

র‌্যাঙ্কিং অনুযায়ী, গাকৃবি জাতীয় পর্যায়ে প্রথম এবং গবেষণার মানদণ্ডে বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম অবস্থানে রয়েছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানের জন্য এক যুগান্তকারী মাইলফলক। এছাড়া সার্বিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে ৮০১–১০০০তম গৌরবময় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই পাঁচটি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে ১৩–১৮টি সুনির্দিষ্ট পদ্ধতির ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে। এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ১৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের মোট ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেলেও গাকৃবি সকল সূচকে উৎকর্ষতা অর্জন করে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

এর আগে, ২০২৪ সালে টাইমস হায়ার অ্যাডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং, ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং এবং এশিয়া র‌্যাঙ্কিংয়ে জাতীয়ভাবে প্রথম স্থান অর্জন করে গাকৃবি। পাশাপাশি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশনস (উরি) ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা শীর্ষ ১০০টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবি রয়েছে ৭৭তম স্থানে।

বিশ্ববিদ্যালয়ের এ অর্জন প্রসঙ্গে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার এক অনন্য স্বীকৃতি। আমরা প্রমাণ করেছি, সঠিক পরিকল্পনা, গবেষণাভিত্তিক শিক্ষাদান এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশেও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘এই অনন্য অর্জন গাকৃবির সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।