ছাত্র সংসদ নির্বাচন

রোকেয়ায় দ্বিতীয় দিনের অনশন, ৪ শিক্ষার্থী অসুস্থ

আমি শিক্ষার্থীদের দাবির সাথে একমত। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অফিস ছেড়ে যাবেন না।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
তাওহীদুল হক সিয়াম, বেরোবি

Location :

Rangpur
রোকেয়ায় দ্বিতীয় দিনের অনশন
রোকেয়ায় দ্বিতীয় দিনের অনশন |নয়া দিগন্ত

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের আমরণ অনশন। আন্দোলনকারীদের মধ্যে চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (১৮ আগস্ট) সরেজমিনে দেখা গেছে দ্বিতীয় দিনে গড়া ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের উত্তর গেইটে আমরণে বসা শিক্ষার্থীরা দাবি আদায়ের বিভিন্ন ধরনের প্লাকার্ড বহন করছেন। এরই মধ্যে অনশনে থাকায় খাবার না খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী।

অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন- সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের জাহিদ হাসান জয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ এবং গণিত বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন।

তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আরমান হোসেনকে আজ বেলা পৌনে ১২টায় অ্যাম্বুলেন্সে রংপুর কমিউনিটি হাসপাতালে নেয়া হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আমরণে বসার ২৪ ঘণ্টা পার হলেও ইউজিসি কিংবা সরকার থেকে তাদের দাবি আদায়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মৃত্যুকে আলিঙ্গন করবেন।

তাদের অভিযোগ, সরকার একটি কমিটি করলেও ১৭দিনেও এ বিষয়ে একটি মিটিং করতে পারিনি। এজন্য ইউজিসি, সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা মনে করছেন তারা।

এদিকে, শিক্ষার্থীরা আমরণ অনশনে বসায় শনিবার সকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের নিজ অফিসে অবস্থান করেন ভিসি ডক্টর শওকাত আলী। তিনি এখন পর্যন্ত রাতে ৫ দফায় শিক্ষার্থীদের আমরণ অনশন স্থলে পাশে বসে অনশন ভাঙ্গার অনুরোধ করলেও শিক্ষার্থীরা তা মানেননি। যেহেতু শিক্ষার্থীরা অনশনে বসেছেন। তিনি কিছু না খেয়েই অফিসে অবস্থান করছেন। মাঝে মাঝে শিক্ষার্থীদের সাথে এসে বসছেন। শিক্ষার্থীরা অনশন না ভাঙ্গা পর্যন্ত তিনি বাসায় না যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: শওকাত আলী আজ সোমবার বেলা ১২টায় শিক্ষার্থীদের মাঝে বসে জানান, ‘বারবার সরকারের উচ্চমহলে তিনি যোগাযোগ করছেন, যেহেতু ছাত্র সংসদ আইনটি বিশ্ববিদ্যালয় আইনেনেই। সে কারণেই সরকারের পক্ষ থেকে একটি সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যেই সেই কমিটির রিপোর্ট গেজেট আকারে প্রকাশ হলেই তিনি রোডম্যাপ ঘোষণা করবেন।

তিনি জানান, ‘আমি শিক্ষার্থীদের দাবির সাথে একমত। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অফিস ছেড়ে যাবেন না।’

উল্লেখ্য, গতকাল রোববার প্রশাসন ভবনের উত্তর গেইটে ছাত্র সংসদ নির্বাচন আইন বিশ্ববিদ্যালয়ের গেজেডভুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। তাদের প্রতি সংহতি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

এর আগে গত ১ বছর থেকে একই দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। কিন্তু এ ব্যপারে সিন্ডিকেটে সিদ্ধান্ত এবং ল ভেটিং কমিটি গঠন ছাড়া কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় আমরণ অনশনে বসেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন জানান, ‘বর্তমান প্রশাসন, ইন্টিরিম সরকার ও ইউজিসি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তামাশা করছেন। সে কারণে আমার ভাইয়েরা এখন মরনাপন্ন। আমার ভাইদের যদি কিছু হয়, তাহলে শহীদ আবু সাঈদের ক্যাম্পাস থেকেই আবার নতুন বিপ্লব শুরু করবো আমরা। এজন্য সবাই প্রস্তুত।’