শহীদ আব্দুর রবের কবর জিয়ারত করল চাকসুর বিজয়ী শিবির সমর্থিত প্যানেল

মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী শহীদ হন। তাদের মধ্যে শহীদ আব্দুর রব ছিলেন অন্যতম। যিনি চাকসুর প্রথম জিএস হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
মুক্তিযুদ্ধে শহীদ আব্দুর রবের কবর জিয়ারত করল চাকসুর বিজয়ী শিবির সমর্থিত প্যানেল
মুক্তিযুদ্ধে শহীদ আব্দুর রবের কবর জিয়ারত করল চাকসুর বিজয়ী শিবির সমর্থিত প্যানেল |নয়া দিগন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের নির্বাচিত ও অনির্বাচিত সকল প্রার্থী চাকসুর প্রথম জিএস মুক্তিযুদ্ধের শহীদ আব্দুর রবের কবর জিয়ারত করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবিস্থ শহীদ আব্দুর রবের কবর জিয়ারত করেন তারা।

এ সময় চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলীসহ প্যানেলের নির্বাচিত-অনির্বাচিতরা উপস্থিত ছিলেন।

ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী শহীদ হন। তাদের মধ্যে শহীদ আব্দুর রব ছিলেন অন্যতম। যিনি চাকসুর প্রথম জিএস হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মহান আল্লাহ শহীদ আব্দুর রবের শাহাদাত কবুল করুন, আমিন।’

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ২৬ পদের মধ্যে ভিপি-জিএসসহ ২৪ পদেই বিজয়ী হন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।