ববি’র সাবেক প্রো-ভিসি ও ট্রেজারার অপসারণ বেআইনি : ইউট্যাব

শাসন ও ইউট্যাবের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হচ্ছে, অবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদকে তাদের আগের পদে পুনরায় বহাল করে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
ববি’র সাবেক প্রো-ভিসি ও ট্রেজারার অপসারণ বেআইনি : ইউট্যাব
ববি’র সাবেক প্রো-ভিসি ও ট্রেজারার অপসারণ বেআইনি : ইউট্যাব |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী ও সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদের অপসারণকে বেআইনি বলে আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইউট্যাব)।

সোমবার (১৯ মে) সংস্থাটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে তাদের পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতামত নেয়া হয়নি। বিষয়টি ইউজিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কোনোরূপ আলোচনা ও সমন্বয় ছাড়াই সম্পন্ন হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন পরিপন্থী। মর্যাদাসম্পন্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুইটি পদে নিয়োজিত ব্যক্তিদের এভাবে আকস্মিকভাবে অপসারণ অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ইউট্যাব মনে করে, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের পেশাগত মর্যাদার প্রতি সরাসরি হস্তক্ষেপ এবং স্বায়ত্তশাসনের ক্ষেত্রে এক অশনি সংকেত। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

আরো বলা হয়, আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়সমূহে নিয়োগ ও অপসারণের বিষয়টি প্রাতিষ্ঠানিক রীতিনীতি ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হওয়া উচিত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছিলেন। এই আকস্মিক সিদ্ধান্তের কারণে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্থবিরতা সৃষ্টি হয়েছে, যা শিক্ষার্থীদের পড়ালেখা ও শিক্ষার পরিবেশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞপ্তিতে সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে ইউজিসি, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক সংগঠনসমূহের সাথে পরামর্শ করা হোক, যাতে বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসন বজায় থাকে। একইসাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদকে তাদের আগের পদে পুনর্বহাল করে সুষ্ঠু অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখা হোক।

সুশাসন ও ইউট্যাবের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হচ্ছে, অবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদকে তাদের আগের পদে পুনরায় বহাল করে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ববি’র সাবেক ভিসি শুচিতা শরমিনকে ভিসি পদ থেকে অপসারণ করা হয়। সেই সাথে অপসারণ করা হয় প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: মামুনুর রশীদকে।