খালেদা জিয়ার মৃত্যুতে খুবি ভিসির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম গভীর শোক প্রকাশ করে বলেন, তার আপসহীন নেতৃত্ব ও গণতান্ত্রিক অবদান দেশের জন্য অপূরণীয় ক্ষতি এবং চিরস্মরণীয় দৃষ্টান্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম |নয়া দিগন্ত

মো: হাসিবুল হাসান, খুবি প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার আপসহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সঙ্কটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তার ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করল।’

খুবি ভিসি আরো বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতি সুসংহতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন তিনি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান পৃথক এক শোকবার্তায় বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সাহসী ও সংগ্রামী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী তার শোকবার্তায় বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দূরদর্শিতা ও গণতন্ত্রের বিকাশে আপসহীন নেতৃত্ব দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের সব ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও শোক প্রকাশ করেছেন।