ধারা সংযোজন-বিয়োজনের পর ব্রাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের একাংশের

বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরের সামনে প্রেস ব্রিফিংয়ে এ দাবি তুলেন তারা।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ধারা সংযোজন-বিয়োজনের পর ব্রাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের একাংশের
ধারা সংযোজন-বিয়োজনের পর ব্রাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের একাংশের |নয়া দিগন্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আইনের বিভিন্ন ধারা সংশোধনের পর নির্বাচনের দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরের সামনে প্রেস ব্রিফিংয়ে এ দাবি তুলেন তারা।

ব্রিফিংয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়ামিন, তুহিন রানা, জহির রায়হান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে তারা এজিএস পদে একজন নারী প্রার্থী অথবা ছাত্রীবিষয়ক পদ তৈরি, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক, ক্যাফেটরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরিবিষয়ক সম্পাদক, মিডিয়াবিষয়ক সম্পাদক, অনাস্থা প্রস্তাবের মতো স্বেচ্ছাচারী ক্ষমতা না রাখা এবং সভাপতি ও কোষাধ্যক্ষ পদ একই ব্যক্তি না হওয়াসহ বিভিন্ন সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন। পরে নির্বাচনের দাবি করেন তারা।

এ বিষয়ে ভিসি ড. শওকাত আলী জানান, ‘শিক্ষার্থীদের এসব দাবি যৌক্তিক। কিন্তু যেহেতু যে বিধিমালা অনুমোদন হয়েছে সেই বিধিমালায় এখন পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই। তাই সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আবার যদি বিধি সংশোধন করতে যাওয়া হয় তাহলে সময় লাগবে।’

এদিকে গত ৪ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

এর আগে একই দিন দুপুরে বেলা ১২টা থেকে দুপুরে ১টা পর্যন্ত প্রশাসন ভবনের দক্ষিণ প্রান্তে অবস্থান কর্মসূচি পালন করেন সর্বস্তরের ছাত্ররা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন, রহমত আলী ও ঋতু খাতুন প্রমুখ।

তারা বলেন, গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর ব্রাকসু আইনে কিছু সংশোধনের জন্য একটি মহল আবেদন দিয়েছে। কিন্তু সেসব সংশোধন নির্বাচনের পরেও করা সম্ভব। এ ইস্যুতে কোনোভাবেই নির্বাচন আটকে থাকতে পারে না। এটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবি। সেই কারণে আমরা দ্রুত নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। যদি সেটা না করা হয় তাহলে আবারো শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।