বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণ ও পিএসসি’র সংস্কারের দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণ ও পিএসসি’র সংস্কারের দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ শুরু করে ৪৭তম বিসিএস এ লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ শিক্ষার্থীরা। এসময় রাস্তার উভয় দিকেই যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘৪৭ এর কান্না,আর না আর না,’ ‘সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস।’

রাস্তা অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এতদিন নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে এসেছি কিন্তু আজকে এই মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। যেখানে অন্যান্য বারে পিএসসি লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম ছয় (৬) মাস সময় দেয়, সেখানে আমাদের এত অল্প সময়ে লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত এক প্রকারের হঠকারিতা।

আমরা মহাসড়ক অবরোধকালে জনদুর্ভোগের কথা বুঝতে পেরেছি। কিন্তু পিএসসি তার এমন হঠকারিতামূলক সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমাদের ওপর করা এই বৈষম্যমূলক আচরণ আমরা মেনে নেবো না। আমরা চাই, আমাদের ন্যায্য দাবি দ্রুততম সময়ের মাঝে মেনে নিয়ে পিএসসি তার সিদ্ধান্তে পরিবর্তন আনুক।