রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেয়েদের ভোট কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন, শিক্ষার্থীরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহভরে অপেক্ষা করছেন।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, সিরাজী ভবন ও ডিনস কমপ্লেক্সে ছয়টি ছাত্রী হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে। অনেকেই জানিয়েছেন, এটি তাদের জীবনের প্রথম ভোট, তাই অংশগ্রহণের আগ্রহ ও আনন্দ ছিল চোখে পড়ার মতো।
এক শিক্ষার্থী বলেন, ‘এটাই আমার জীবনের প্রথম ভোট। খুব ভালো লাগছে। ভেতরের পরিবেশ সুন্দর, দায়িত্বপ্রাপ্তরা দায়িত্বশীলভাবে কাজ করছেন। আমাদের প্রাইভেসিও রক্ষা করা হয়েছে।’
আরেকজন শিক্ষার্থী জানান, ‘জাতীয় নির্বাচনে আগে কখনো ভোট দিইনি। আজ জীবনের প্রথম ভোট দিলাম। পরিবেশ খুব ভালো, উপস্থিতিও অনেক বেশি।’
আরেক শিক্ষার্থীর ভাষ্য, ‘গত কয়েক দিন ধরে ক্যাম্পাসে নির্বাচনের যে আমেজ ছিল, তা আজও দেখা যাচ্ছে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে আছি, অনেক এক্সাইটেড।’
সিরাজী ভবন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক প্রিজাইডিং অফিসার জানান, ‘সবকিছু সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সবাই নিয়ম মেনে ভোট দিচ্ছে। আশা করছি, শেষ পর্যন্ত এই ধারা বজায় থাকবে।’