বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম

ঢাবি শিক্ষিকাসহ সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণের প্রতিবাদ

ঢাবির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, ছবি বিকৃতি ও মানহানিকর প্রচারণার মাধ্যমে কতিপয় গোষ্ঠী তাদের হীন মানসিকতার পরিচয় দিচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম
বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, ছবি বিকৃতি ও মানহানিকর প্রচারণার মাধ্যমে কতিপয় গোষ্ঠী তাদের হীন মানসিকতার পরিচয় দিচ্ছে। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো এসব পোস্টের কারণে নারীরা তাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সেক্রেটারি উম্মে নওরিন।

বিবৃতি বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বিভিন্ন নারীদের নিয়ে যে সকল মানহানিকর ছবি এবং পোস্ট দেয়া হচ্ছে তার সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই। একটি সামাজিক মর্যাদাপূর্ণ জাতি হিসেবে এ ধরনের আচরণ আমাদের শুধু নৈতিকভাবে নয় নিজেদের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

একজন শিক্ষকের প্রতি অপমানজনক ও আক্রমনাত্মক আচরণ কেবল ব্যক্তিগত মর্যাদা ক্ষুন্ন করে না, বরং এটা গোটা শিক্ষক সমাজ ও শিক্ষাঙ্গনের প্রতি অসম্মান প্রদর্শন।

আমরা পেশাজীবী মহিলা ফোরামের পক্ষ থেকে নারীদের প্রতি এই সকল সাইবার বুলিং ও স্লাট শেমিংয়ের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে এ ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সকলের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

আমরা দেশের আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে এই সকল অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছি সেই সাথে দেশের সকল নারীদের এবং পেশাজীবী মহিলাদের নিজেদের যথাযথ সম্মান প্রতিষ্ঠায় সামাজিক জনমত গঠনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।