দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দেড় শতাধিক শিক্ষার্থীকে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘মেরিট অ্যাওয়ার্ড-২০২৫’ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি অডিটোরিয়ামে এ মেরিট অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় ও সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রোগ্রামে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত শিক্ষার্থীদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে পরামর্শ দেন।
তিনি বলেন, ‘মেধা ও নৈতিকতার সমন্বয়েই গড়ে ওঠে সত্যিকারের মানবসম্পদ। সমাজের প্রতিটি ক্ষেত্রে নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছাত্রশিবির সবসময় মেধাবী ও আদর্শবান শিক্ষার্থীদের পাশে থেকেছে। ভবিষ্যতেও আমরা জ্ঞান ও চরিত্রের বিকাশে কাজ করে যাব।’
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ক্যাম্পাসে একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে। শিবিরের এমন আয়োজনে আমরা উৎফুল্ল। আমরা আশা করি, সামনের দিনে শিবির এভাবেই শিক্ষার্থীদের পাশে থাকবে।



