অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসড়কে অবস্থান নেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক ভবন এখনো পর্যাপ্ত নয়। শ্রেণিকক্ষ, আবাসন সুবিধা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের অভাবে পাঠদানে ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি এবং শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে যোগাযোগ না হলে দক্ষিণবঙ্গ ব্লকেডসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, ‘প্রাপ্য অধিকার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় বঞ্চিত। এতদিন আন্দোলন ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু নমনীয়ভাবে দাবি আদায় সম্ভব নয় বলেই আমরা রাজপথে নেমেছি। জনদুর্ভোগ সৃষ্টি আমাদের উদ্দেশ্য নয়, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণই আমাদের লক্ষ্য।’
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘গণঅভ্যুত্থানের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাজেট পেয়েছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় এখনো অবহেলিত। তাই আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,
২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি,
৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করা।