ভিসির লিখিত আশ্বাসে ২৫ ঘণ্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

ববি শিক্ষার্থীদের ২৫ ঘণ্টার অনশন সমাপ্ত হয়েছে। ভাইস চ্যান্সেলরের লিখিত আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের অনশন ভঙ্গ করেন।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
ভিসির লিখিত আশ্বাসে ২৫ ঘণ্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা
ভিসির লিখিত আশ্বাসে ২৫ ঘণ্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ২৫ ঘণ্টার অনশন অবশেষে সমাপ্ত হয়েছে। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. তৌফিক আলমের লিখিত আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের অনশন ভঙ্গ করেন। এ সময় ভিসি নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করান এবং তাদের বুকে জড়িয়ে ধরেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ভিসি ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের চারটি দাবি পূরণের লিখিত আশ্বাস দেন। এই লিখিত আশ্বাস হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন।

শিক্ষার্থীদের দেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়নের রোডম্যাপ বলা হয়েছে

* পিডি নিয়োগ: পিডি নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডিজ-এর কাজ শেষ করা হবে।

* বাসের সংখ্যা বৃদ্ধি: আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে বাসের সিট সংকট নিরুপণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।

* অ্যাম্বুলেন্স কেনা: আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে আগামী রোববার মন্ত্রণালয়ে একটি বিশেষ আবেদনপত্র দাখিল করা হবে।

* জমির পুনঃমূল্যায়ন: আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন সম্পন্ন করা হবে।