১৬ দিন ধরে অচল বাকৃবি, ছাত্রশিবিরের উদ্বেগ

মঙ্গলবার বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা |নয়া দিগন্ত

গত ৩১ আগস্ট বহিরাগতদের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। দীর্ঘ ১৬ দিন ধরে চলমান অচলাবস্থা ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

যৌথ বিবৃতিতে সংগঠনটির শাখা সভাপতি আবু নাছির ত্বহা ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিকে কেন্দ্র করে আন্দোলন পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীর কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের দীর্ঘ সময় আটকে রাখা এবং শিক্ষার্থীদের উপর বহিরাগত হামলা– উভয় ঘটনাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য আশঙ্কাজনক।

তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে উপস্থাপন করা যেমন প্রয়োজন তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও দায়িত্ব শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা। একইসাথে ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

এ সময় ছাত্রশিবিরের নেতারা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এ সঙ্কটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান বের হবে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্যাম্পাস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।