শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দেড়টার দিকে মানবাধিকার সংগঠন ‘হিউমান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি’র উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এসময় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। এতে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, এস্টেট শাখার প্রধান অধ্যাপক ড. মো: আবুল হাসনাত, ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান স্পৃহা।
বক্তব্যে সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, গত পনের বছরে দেশে মানবাধিকার পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। গুম, ক্রসফায়ার, বেআইনি আটক, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা—এসব ঘটনা মানুষকে আতঙ্কে রাখত। একটি সাধারণ স্ট্যাটাসও অনেক সময় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াত। জুলাই বিপ্লবের পর মানুষ নতুন আশায় অগ্রসর হচ্ছে, কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া; এটি রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও দ্বৈতমানদণ্ড বিদ্যমান। কোথাও পশুর অধিকার নিয়ে সরব হওয়া হলেও ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর গণহত্যার বিষয়ে নীরবতা দেখা যায়। মানবাধিকার মানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, শাবিপ্রবিতে মানবাধিকার সচেতনতা আরো বিস্তৃত হবে এবং এ ধরণের কর্মসূচি নিয়মিত আয়োজিত হবে।



