রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এরপর ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajgonj
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত |ছবি : নয়া দিগন্ত

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন। এ সময় তিনি ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এ সময় তিনি বলেন, ২০২৪-এর জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় আজ এক বছর হলো আমরা স্বৈরশাসনমুক্ত হয়েছি। এই অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এটি এখনো বাস্তবায়িত না হলেও এর যাত্রা প্রক্রিয়াধীন রয়েছে। তার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। আমরা আশা করবো বর্তমান সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই মিলে সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য যথাযথ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা আত্মোৎসর্গ করেছেন তাদের রুহ শান্তি পাবে।

এরপর ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনী শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের, পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে শিল্পীরা গান ও কবিতায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।