জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রশিবিরের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, ‘শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আল্লাহর পথে জীবন দান শুধু এ ২৪-এর আন্দোলনেই নয়
বরং ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই শুরু হয়েছে। রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্রের ধর্ম আদালত অর্থাৎ ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আজকের শহীদরা যেই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তাদের জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’
তিনি বলেন, ‘ন্যায়বিচার পূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ভাইদের থেকে আমরা শিক্ষা নিব। আমাদের চিন্তাভাবনা মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু আমরা যে ন্যায়বিচার পূর্ণ সমাজ চাই, আমরা যেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নটা এক। যেহেতু আমাদের স্বপ্ন এক তাই আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে একসাথে হয়ে স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’
মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, শিক্ষা ও নৈতিকতা বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান।