সিকৃবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথ উদ্বোধন

পূবালী ব্যাংক তার গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিকৃবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম
সিকৃবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম |নয়া দিগন্ত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে পূবালী ব্যাংকের অত্যাধুনিক ইলেকট্রনিক বুথ ও সেলফ

সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) এ ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেন সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, পূবালী ব্যাংক তার গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। আজকের এই বুথ উদ্বোধনের মাধ্যমে সিকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার জনগণ আরো সহজে ব্যাংকিংয়ের সকল সুযোগ সুবিধা উপভোগ করবেন। সেই সাথে এই বুথ স্থাপনের ফলে ব্যাংকিং সেবা আরও সহজতর হবে।

পূবালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পূবালি ব্যাংক সিলেটের জিএম চৌধুরী মো. শফিউল হাসানসহ বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার, দপ্তর প্রধান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।