রাকসু নির্বাচনে ক্লাসরুমে প্রচারণায় ছাত্রদল প্রার্থী বিতর্কে

আমি আরবি বিভাগের শিক্ষার্থী। আমার বিভাগের জুনিয়রদের সাথে বাইরে কথা বলতে চেয়েছিলাম। ফাস্ট ইয়ারের সিআর জানায় বাইরে বৃষ্টি হচ্ছে, তাই রুমে যেতে বলেন।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাকসু নির্বাচনে ক্লাসরুমে প্রচারণায় ছাত্রদল প্রার্থী বিতর্কে
রাকসু নির্বাচনে ক্লাসরুমে প্রচারণায় ছাত্রদল প্রার্থী বিতর্কে |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে শ্রেণিকক্ষে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন।

আজ সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের আরবি বিভাগের ৩০৬ নম্বর কক্ষে তাকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়।

রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা সংক্রান্ত আচরণবিধির ধারা ৪/ঝ–তে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ‘অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল/সমাবেশ করা এবং শ্রেণিকক্ষের অভ্যন্তরে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।’

এ বিষয়ে নাফিউল ইসলাম জীবনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আরবি বিভাগের শিক্ষার্থী। আমার বিভাগের জুনিয়রদের সাথে বাইরে কথা বলতে চেয়েছিলাম। ফাস্ট ইয়ারের সিআর জানায় বাইরে বৃষ্টি হচ্ছে, তাই রুমে যেতে বলেন। আমি রুমে গিয়ে মাত্র দুই মিনিট কথা বলেছি। ওই সময় তাদের কোনো ক্লাস ছিল না।’

এদিকে শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও একজন প্রার্থীর এমন কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘আমরা এখনো বিষয়টি জানতে পারিনি। তবে ক্লাসরুমে প্রচারণার কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’