বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রাতভর অবস্থান

অধিকার আদায়ের জন্য যতক্ষণ প্রয়োজন, আমরা এই সড়কেই থাকব।

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে রাতভর অবস্থান
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে রাতভর অবস্থান |নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ভেট ও অ্যানিম্যাল সায়েন্স) চালুর দাবিতে জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল গঠনের দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মশাল মিছিলসহ ভিসির বাসভবনের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা রাত সড়কে থাকার সিদ্ধান্ত নেন তারা। আন্দোলনে দুই অনুষদের নারী শিক্ষার্থীরাও অংশ নেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাত ৩টার দিকে নারী শিক্ষার্থীদের হলে পাঠানো হয়। পরে ভোর ৫টার দিকে তদন্ত কমিটির আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করে হলে ফিরে যান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে আট সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে। কমিটির ভোটে কম্বাইন্ড ডিগ্রি বিপুল ব্যবধানে জয়ী হয়। প্রাণিসম্পদ অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা শেষে গত বুধবার ভিসির কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। এখন অ্যাকাডেমিক কাউন্সিল গঠন ও সিন্ডিকেট সভা- এই দু’টি ধাপ বাকি রয়েছে।

ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকদিন ধরে জরুরি শিক্ষা কাউন্সিল গঠনের আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা গড়িমসি করছে। ভিসি আগামী বুধবার পর্যন্ত সময় চেয়েছেন। তবে আমরা চাই আগামী রোববারের মধ্যেই কাউন্সিল গঠন করে কম্বাইন্ড ডিগ্রি চালু করা হোক।’

পশুপালন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী নিঝুম বলেন, ‘আজ ২৯তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। প্রশাসনিক ব্যক্তিরা এলেও কার্যকর সিদ্ধান্ত দিতে পারেননি। ভিসি যতক্ষণ না আমাদের দাবির বিষয়ে সরাসরি আশ্বাস দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিরা বলেন, ‘অধিকার আদায়ের জন্য যতক্ষণ প্রয়োজন, আমরা এই সড়কেই থাকব।’

শিক্ষার্থীদের অভিযোগ, রাতভর আন্দোলনের সময় প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন ধরেননি।