নতুন বছরের শুরুতেই দেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দিতে বড় সাফল্য দেখিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি জানিয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক স্তরের শতভাগ বই বিতরণ শেষ করার পর এবার মাধ্যমিক স্তরের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) অবশিষ্ট সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার বিকেলে এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বই মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য অনুযায়ী চলতি শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত সর্বমোট ৩০ কোটি দুই লাখ ৫৫ হাজার ১৫৪ কপি পাঠ্যপুস্তকের মধ্যে ৩ জানুয়ারি পর্যন্ত গড়ে ৮৪ দশমিক ৭৮ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যেই মাধ্যমিক স্তরের অবশিষ্ট সব বই সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিক স্তরে শতভাগ সাফল্য
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত আট কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৮৮০ কপি পাঠ্যপুস্তক ইতোমধ্যে শতভাগ মুদ্রণ ও বিতরণ সম্পন্ন হয়েছে। মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসব বই পৌঁছে দেয়া হয়েছিল, যার ফলে ১ জানুয়ারি ‘বই উৎসব’ এর মাধ্যমে প্রাথমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দের সাথে বাড়ি ফিরেছে।
এছাড়া, ইবতেদায়ি ও ব্রেইল পদ্ধতির বই সরবরাহ কার্যক্রমও প্রায় শতভাগের কাছাকাছি বলে জানিয়েছে এনসিটিবি।
মাধ্যমিক স্তরের অগ্রগতি
এনসিটিবি জানায়, মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম শ্রেণি) ও ইবতেদায়ি স্তরের জন্য নির্ধারিত ২১ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ২৭৪ কপি বইয়ের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই স্তরের ৮৮.৫০ শতাংশ বইয়ের মুদ্রণ এবং ৮১.৬০ শতাংশ বইয়ের প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত গড়ে ৭৮.৬৯ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হয়েছে।
এর মধ্যে শ্রেণিভিত্তিক সরবরাহের তথ্য অনুযায়ী, ইবতেদায়ি স্তরের ৯৬.১৬ শতাংশ, নবম শ্রেণির ৮৭.৯৬ শতাংশ এবং ৬ষ্ঠ শ্রেণির ৮৫.৬১ শতাংশ বই সরবরাহ হয়েছে। তবে, ৭ম ও ৮ম শ্রেণির সরবরাহ যথাক্রমে ৬৮.৬৯ শতাংশ ও ৫৪.৭৬ শতাংশ পর্যায়ে রয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।
অনলাইন সংস্করণ ও সময়সীমা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে এনসিটিবি-র ওয়েবসাইটে (www.nctb.gov.bd) গত ২৮ ডিসেম্বর থেকে সকল স্তরের ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ আপলোড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও নিবিড় তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ১৫ জানুয়ারির মধ্যে মাধ্যমিক ও কারিগরি স্তরের অবশিষ্ট সব বই সরবরাহ নিশ্চিত করা হবে।



