ববিতে ইসলামী ছাত্রী সংস্থা’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প

‘বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল’র যে অবস্থা সেখানে নাপা ছাড়া কোনো ওষুধ পাওয়া যায় না। তারপরেও সেটা সব সময় থাকে না। এদিক থেকে এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প তাদের জন্য ভালো হয়েছে।’

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
ববিতে ইসলামী ছাত্রী সংস্থা’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ববিতে ইসলামী ছাত্রী সংস্থা’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে এবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের গ্রাউন্ড ফ্লোরে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা’র ব্যানারে কর্মসূচি করে সংগঠনটি। দিনব্যাপী এ কর্মসূচিতে শুধু নারীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং’র আয়োজন করে তারা।

সেবা নিতে আসা শিক্ষার্থীরা বলেন, এ ধরনের কোনো আয়োজন এ বিশ্ববিদ্যালয়ের প্রথম দেখতেছেন তারা। তারা ফ্রি সেবা পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল’র যে অবস্থা সেখানে নাপা ছাড়া কোনো ওষুধ পাওয়া যায় না। তারপরেও সেটা সব সময় থাকে না। এদিক থেকে এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প তাদের জন্য ভালো হয়েছে।

ববি শাখার ছাত্রীসংস্থার নেত্রী মুক্তা ইশরাত জানান, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারকে আবেদনপত্র দিয়েছি। লিখিত অনুমতি না দিলেও তিনি মৌখিকভাবে আমাদের প্রোগ্রামের অনুমতি দিয়েছেন।’

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রী সংস্থার এ আয়োজন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। আমি জানতে পেরে ব্যানার সরানো নির্দেশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ, কোনো সংগঠন রাজনৈতিক ব্যানারে কোনো কার্যক্রম করতে পারবে না। তবে সামাজিক কোনো কাজ যে কেউ করতে পারবে রাজনৈতিক ব্যানার ছাড়া।’

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, ‘কিছু শিক্ষার্থীরা আমার কাছে আসছিলো ফ্রি মেডিক্যাল দিবে সেজন্য। আমি মৌখিকভাবে তাদের সম্মতি দিয়েছিলাম। তবে তারা রাজনৈতিক ব্যানারে করবে আমি এটা জানতাম না।’

উল্লেখ্য, যদিও সংগঠনটি এর আগে কোনো কর্মসূচি পালন করেনি কিংবা সংগঠনটির কারো নামই কোনো মাধ্যমে প্রকাশিত হয়নি। এই প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রী সংস্থার প্রকাশ ঘটলো।