হাবিপ্রবির ১ম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, এক অভিভাবকের মৃত্যু

এ বছর ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

Location :

Dinajpur
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ভিসিসহ অন্যরা
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ভিসিসহ অন্যরা |নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন অবস্থায় দুপুরে অনন্যা নামের এক ছাত্রীর বাবা আশরাফ আলীর অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে। দুপুরে তিনি জ্ঞান হারিয়ে ফেললে হাবিপ্রবি’র মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া আশরাফ আলীর বাড়ি পঞ্চগড় জেলা শহরে। এ ঘটনায় হাবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এ সময় আরো ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান ও প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা প্রমুখ।

পরিদর্শন শেষে ভিসি বলেন, ‘ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোনোপ্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, মেডিক্যাল সুবিধা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, সিট প্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেয়াসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

‘এ’ ইউনিটের প্রথম দিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ২৭৫ জন। উপস্থিতির হার শতকরা ৮১ ভাগ।

এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা এঁকেছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরনের উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, এ বছর ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।