রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি শুরুর তারিখ ঘোষণা

গ্রুপ (ক)-তে মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০ এবং গ্রুপ (খ) (স্থাপত্য)-তে মেধাক্রম ১ থেকে ৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

এর আগে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা রুয়েট ক্যাম্পাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)— এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা দু’টি গ্রুপে সম্পন্ন হয়। গ্রুপ (ক)-তে মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ৭ হাজার ৭০২ জন মেধা তালিকায় স্থান পেয়েছেন।

গ্রুপ (খ)-তে ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৪ জন মেধাতালিকায় স্থান পেয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের admission.ruet.ac.bd ওয়েবসাইটে বিস্তারিত ভর্তি তথ্য ও পরবর্তী মেধা তালিকার আপডেট দেখতে পরামর্শ দেয়া হয়েছে।

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে রুয়েট ভর্তি পোর্টালে (admission.ruet.ac.bd) লগইন করে বিভাগভিত্তিক পছন্দক্রম (অনলাইন চয়েস ফর্ম) পূরণ করতে হবে।

এই সময়সীমার পর কোনো পরিবর্তন করা যাবে না। প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১৩টি পছন্দসহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে। তবে, স্থাপত্য বিভাগের জন্য কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই। ভর্তিচ্ছুদের রুয়েট গেস্ট হাউস ও টিচার্স ডরমিটরিতে সশরীরে উপস্থিত থাকতে হবে।

গ্রুপ (ক)-তে মেধাক্রম ১ থেকে ১ হাজার ২০০ এবং গ্রুপ (খ) (স্থাপত্য)-তে মেধাক্রম ১ থেকে ৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে গ্রুপ (ক)-তে মেধাক্রম ১ হাজার ২০১ থেকে ২ হাজার এবং গ্রুপ (খ) (স্থাপত্য)-তে মেধাক্রম ৩১ থেকে ৫০ পর্যন্ত প্রার্থীদের একই দিনে ভর্তি করা হবে।

এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ১৮ জন প্রার্থীকে ডাকা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে ভর্তি কার্যক্রমে নিম্নলিখিত কাগজপত্র আনতে হবে— অনলাইনে পূরণ করা ভর্তি ফরমের প্রিন্ট কপি, এসএসসি বা সমমানের মূল সনদপত্র, এসএসসি বা সমমানের মূল নম্বরপত্র, শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এইচএসসি বা সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি বা সমমানের মূল নম্বরপত্র, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রদত্ত এইচএসসি বা সমমানের মূল প্রশংসাপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (স্বাক্ষর প্রয়োজন নেই) এবং স্বাক্ষর সম্বলিত রুয়েট-এর লিখিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

সংরক্ষিত আসনে ভর্তি হতে হলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ এবং উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠীর প্রধান (মোড়ল/হেডম্যান/গোত্র প্রধান) কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত হতে হবে।

কাগজপত্র যাচাইয়ের পর একই দিনে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট আনতে হবে। যারা চশমা ব্যবহার করেন, তাদের স্বাস্থ্য পরীক্ষার দিনে চশমা সাথে আনতে হবে। নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার ফর্ম ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে রুয়েট শাখা রূপালী ব্যাংক পিএলসি-তে ভর্তি ফি বাবদ ১৮ হাজার ৫০০ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে, প্রার্থীরা চাইলে ভর্তি কার্যক্রমের দিনই নির্ধারিত ব্যাংকে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবেন।