চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের বিভিন্ন পদে একাধিক সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখন পর্যন্ত ১০টি প্যানেলের ঘোষণা এসেছে। নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আজ রোববার।
চাকসু নির্বাচনে প্রতিদ্বন্ধীতার জন্য মনোনয়পত্র জমা দিয়েছেন ৪২৯ জন। এছাড়া হল সংসদে প্রতিদ্বন্ধীতার জন্য
মনোনয়নপত্র জমা দিয়েছেন আরো ৫০২ জন। ভিপি, জিএস ও এজিএস পদের প্রত্যেকটিতেই ২০-এর অধিক প্রার্থী
মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ক্যাম্পাস সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে উৎসাহের কোনো
কমতি নেই। তার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা ক্ষেত্রে।
নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, ভিপি পদে ২৫ জন, জিএস ও এজিএস পদে ২২ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮ জন, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ জন, দফতর সম্পাদক পদে ১৮ জন, সহদফতর সম্পাদক ১৪ জন, নারীদের জন্য সংরক্ষিত ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন ও সহছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ২০ জন, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২১ জন এবং নির্বাহী সদস্যের ৫টি পদে ৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মোট এক হাজার ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২৩৩ জন তা জমা দেননি বলেও তিনি জানান।
এ দিকে নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আজ। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আগামীকাল সোমবার। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। বুধবার প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ। বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ২৭ হাজার ভোটার ওই দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষেই গণনা শুরু হবে বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন।