শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২০ নভেম্বর, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ২২ নভেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ নভেম্বর। মনোনয়ন বিতরণ শুরু হবে ২৪ নভেম্বর, জমা নেয়া হবে ২৫-২৬ নভেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হবে ২৭ নভেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৮ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ নভেম্বর। প্রার্থীতা সংক্রান্ত আপিল ও নিষ্পত্তি হবে ১ ডিসেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২ ডিসেম্বর।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট গণনা ওএমআর পদ্ধতিতে হবে এবং ফলাফল এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রদর্শন করা হবে।



