জবির সার্বিক উন্নয়নে ইউটিএলের ২০ দাবি

রোববার ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি জানায় সংগঠনটি।

নুর আলম, জবি সংবাদদাতা

Location :

Dhaka
জবির সার্বিক উন্নয়নে ইউটিএলের স্মারকলিপি
জবির সার্বিক উন্নয়নে ইউটিএলের স্মারকলিপি |নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর ২০ দফা দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

রোববার (২ নভেম্বর) ভিসি অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি জানায় সংগঠনটি।

ইউটিএলের দাবিগুলো হলো- অ্যাকাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নিয়মিত সিন্ডিকেট সভা, শিক্ষকদের নিয়মিত ও সঠিক সময়ে পদোন্নতি, শিক্ষক সঙ্কট নিরসনে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যবিমা স্কিম চালু, শিক্ষকদের বই ভাতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীর জন্য সরকারি কর্মচারীদের ন্যায় আর্থিক সুবিধা নিশ্চিত করা, উচ্চতর গবেষণাকে উৎসাহিত করতে এমফিল ও পিএইচডি ফেলোশিপ চালু করা।

এছাড়া উন্নত মেডিক্যাল সেন্টার স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে শীতাতপ ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম, বিশ্রাম ও আগত শিক্ষাবিদদের জন্য ক্লাব ও রেস্ট হাউস নির্মাণ, উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ফটোকপি মেশিন স্থাপনসহ আরো বিভিন্ন দাবি জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে ইউটিএলের জবি শাখার আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক বলেন, ‘গত ২৬ অক্টোবর ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কমিটি ঘোষণা হওয়ার পর আমরা প্রথম কার্যনির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করেছি। সেই আলোকে আজ প্রশাসনের সাথে সাক্ষাৎ করে ইউটিএল’র পক্ষ থেকে ২০টি দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে এগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।’

এ সময় ইউনিভার্সিটি টিচার্স লিংক’র কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, জবি চ্যাপ্টারের সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদীসহ কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।