খুবি উপকেন্দ্রে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২ শতাংশ

শনিবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Location :

Khulna
ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২ শতাংশ
ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২ শতাংশ |নয়া দিগন্ত

হাসিবুল হাসান, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ দিন মোট ৭ হাজার ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের হলরুম ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: নাজমুস সাদাত, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শরিফ মোহাম্মদ খানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক দায়িত্ব পালন করেন।