অনিশ্চতার পথে ব্রাকসু নির্বাচন, শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থীরা

সোমবার (৮ ডিসেম্বার) সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ’ নির্বাচন কমিশনের ওপর অনাস্থা এনে ভোট বর্জনের ঘোষণা দেয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
অনিশ্চতার পথে ব্রাকসু নির্বাচন
অনিশ্চতার পথে ব্রাকসু নির্বাচন |ছবি : নয়া দিগন্ত

অনিশ্চয়তার মুখে পড়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন। মঙ্গলবার শেষ দিনে নির্বাচন অফিস তালাবদ্ধ থাকায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থীরা। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের। অন্যদিকে শিবির সমর্থিত শিক্ষার্থী পরিষদ প্যানেল ঘোষণা করলেও ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী সংসদ নির্বাচন বর্জন করেছে।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ছিল ব্রাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন, কিন্তু সকাল থেকেই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ভিড় জমান প্রার্থীরা। কিন্তু অফিস ছিল তালাবদ্ধ। নির্বাচন কমিশনেরও কেউ অফিসে আসেননি। শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে ফিরে যান প্রার্থীরা। এ সময় তারা নির্বাচন অফিসের রুমের দরজায় লিখে দেন- ‘ছি ছি ধিক্কার, বেরোবি প্রশাসন, প্রহসনমূলক মেরুদণ্ডহীন কমিশন’সহ বিভিন্ন শ্লোগান।

তাদের অভিযোগ- একটি গোষ্ঠীর প্ররোচনায় নির্বাচন কমিশনের সদস্যরা নির্বাচন বানচালের চেষ্টার অংশ হিসেবে শেষ দিনে অফিসে আসেননি। এটা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী।

ভিপি প্রার্থী আশিকুর রহমান আশিক জানান, ‘সারাদিন না খেয়ে আমরা নির্বাচন অফিসের সামনে বসে আছি। তফসিল অনুযায়ী আজ শেষ দিন ছিল মনোনয়নপত্র জমা দেয়ার, কিন্তু আরা লক্ষ করলাম নির্বাচন কমিশন কোনো প্রকার নোটিশ ছাড়াই অনুপস্থিত। রুম তালাবদ্ধ। তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারা ফোন রিসিভ করেন না। তাদের এসব কর্মকাণ্ডে স্পষ্ট হয়, তারা একটি দল বা গোষ্ঠীর চাপে কিভাবে ব্রাকসুকে বানচাল করা যায় সেই পথেই হাঁটছেন। আমাদের অবস্থা স্পষ্ট। ব্রাকসু প্রতিষ্ঠার জন্য আবু সাঈদের সহযোদ্ধারা আমরা মাঠে আছি। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের আমরা কঠিন জবাব দেবো।’

ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী উম্মে হানি তানিয়া বলেন, ‘আমরা মূলত বেলা ১১টায় আসছি নির্বাচন অফিসের সামনে, কিন্তু বিকেল ৪টা পার হলো, তফসিল অনুযায়ী সময় শেষ হলো, তারা আমাদের মনোনয়ন জমা নিলেন না। এটা কমিশনের কী ধরনের কাণ্ড আমাদের বুঝে আসলো না।’

ফেলানী হল সংসদের নির্বাহী সদস্য পদের প্রার্থী মিন নুরিকা জানান, ‘আমরা শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি বিষয় আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা আদায় করছে। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত থাকলাম। কমিশন তালা দিয়ে গেছে। মনোনয়ন ফরম নিলো না। আমাদের তো দিনশেষে পড়ার টেবিলে ফিরতে হয়। কমিশনের এ ধরনের কাণ্ড হতাশাজনক।’

এ ব্যাপারে জানতে প্রধান নির্বাচন কমিশনার ড. মো: শাহজামান, কমিশনার প্রদীপ কুমার সরকার এবং ড. মহ্সীনা আহ্সানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভি করেননি।

তবে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, নির্বাচন কমিশন থেকে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে নির্বাচন স্থগিত রাখার বিষয়ে ভিসির কাছে চিঠি দেয়া হয়েছে। কর্তৃপক্ষের সবুজ সংকেত মিললেই যে কোনো সময় নির্বাচন স্থগিতের ঘোষণা আসতে পারে।

সার্বিক ব্যাপারে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম শওকাত আলী জানান, ‘নির্বাচনটা কমিশনের এখতিয়ারভুক্ত। আমি সারাদিন রোকেয়া দিবসের কর্মসূচি নিয়ে ব্যাস্ত থাকায় ওদিকে খেয়াল দিতে পারিনি। সন্ধ্যার পর শুনে কয়েকজনের সাথে কথা বললাম। এটা ঠিক হয়নি। আশা করি কমিশন ছাত্রদের পক্ষে কাজ করবে। কোনো জায়গায় ভুল থাকলে সেটা ছাত্রদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। বুধবার এ বিষয়ে আমি কমিশনের সাথে কথা বলবো।’

আগামী ২৪ ডিসেম্বর ভোট হওয়ার কথা রয়েছে। ব্রাকসু কেন্দ্রীয় সংসদের জন্য ভিপি পদে ৭ জন, জিএস পদে ৯ জন, এজিস পদে ১১ জন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে ৬ জন, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৫ জন, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ৮ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৫ জন, পরিবহন বিষয়ক সম্পাদক পদে ৪ জন, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী নির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে দুপুরে দুপুরে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেইটে ছাত্রশিবির সমর্থিত বোরোবি শিক্ষার্থী পরিষদের আল বীর-মেহেদী ও বায়েজিদ প্যানেল ঘোষণা করা হয়। শাখা শিবিরের সভাপতি ও বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সুমন সরকার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। প্যানেলে সহ-সভাপতি ( ভিপি) পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ২০২০-২১ সেশনের স্নাতকের শিক্ষার্থী আহমাদুল হক আলবির, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের (১৩ ব্যাচের) শিক্ষার্থী মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের বায়োজিদ শিকদার, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে উম্মে হানি তানিয়া, সাহিত্য সাংস্কৃতিক পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সমাজসেবা পদে ফাতিহুল হক শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক, কার্যনির্বাহী পদে আল হুমাইরা ঐশী, বায়োজিদ বোস্তামি, মরিয়ম জমিলার নাম ঘোষণা করা হয়।

এছাড়াও বিজয় ২৪ হলে সহ-সভাপতি (ভিপি) পদে আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক পদে নেজাজ ও ‎এজিএস পদে আব্দুল আহাদ; শহীদ মুখতার এলাহী হলে ভিপি পদে শাকিব আল হাসান, জিএস পদে মুশফিক রহমান শুভ, এজিএস পদে কাইয়ুম উদ্দিন, মেয়েদের শহীদ ফেলানী হলে সহ-সম্পাদক পদে সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক পদে সুমাইয়া তাহরীমা শিথিল, এজিএস পদে জেসমিন আক্তারের নাম ঘোষণা করা হয় ।

অন্যদিকে সোমবার (৮ ডিসেম্বার) সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ’ নির্বাচন কমিশনের ওপর অনাস্থা এনে ভোট বর্জনের ঘোষণা দেয়। বর্জনের ঘোষণা দেন সদ্য ঘোষিত ছাত্রদল সভাপতি মো: ইয়ামিন ও সাধারণ সম্পাদক জহির রায়হান।