জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলের কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযুক্ত শিক্ষার্থী ফজলে আজওয়াদ সরকার এবং রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের ছাত্র এবং মীর মশারফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি অবৈধ শিক্ষার্থী হিসেবে কাজী নজরুল ইসলাম হলে থাকতেন।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা। সীমান্তবর্তী গ্রাম হওয়ায় তিনি সহজেই অবৈধভাবে ভারত থেকে আসা মদ ক্রয় করে ক্যাম্পাসে বিক্রি করেন। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, নিজে খাওয়ার জন্য ও বন্ধুদের দেয়ার জন্য এনেছেন।
তার ঘনিষ্ঠজনরা জানায়, তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে জামসিং এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। এই বাসা তিনি মাদককারবারের হাব হিসেবে ব্যবহার করেন।
অভিযান পরিচালনা শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, ‘রোববার রাত ৯টার দিকে একটি গোপন সূত্রের উপর ভিত্তি করে হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা ৭২৩ নম্বর রুমে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীর টেবিলের লকার থেকে নয় বোতল মাদক উদ্ধার করা হয়। পরবর্তীতে খাটের নিচ থেকে আরো ১১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১৭ বোতল ভদকা ও তিন বোতল হুইস্কি রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’



