বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার তথ্যমতে, ভর্তি পরীক্ষায় ৬৩০ আসনের বিপরীতে ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী ভর্তিচ্ছু অংশগ্রহণের করতে পারবেন। প্রতি আসনের জন্য লড়বেন ২৩ জন পরীক্ষার্থী।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের এক হাজার দুইশো টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহের তারিখ ২৩ হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে।



