ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রকৌশল আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। মিছিলটি পার্কের মোড় শহীদ আবু সাঈদ চত্বর হয়ে আবারো প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ট্রিপল ই বিভাগের এস এম আশিকুর রহমান, হাসান আল মামুন, মাহফিজ উল ইসলাম প্রমুখ
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই এর স্পিরিটকে আর ধারণ করছেন না। তারা আন্দোলনকারীদের পুলিশ দিয়ে পিটিয়ে নিচ্ছেন। এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে না আসলে আবারো জুলাই বিপ্লব ঘটবে।
এ সময় তারা আইডিইবি কর্তৃক রংপুর নেস্কোতে ডিগ্রি প্রকৌশলীদের বিরুদ্ধে মব তৈরির তথ্যকে মিথ্যা বলে দাবি করেন।