জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হচ্ছে।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
বক্তব্য রাখছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমানুল্লাহ
বক্তব্য রাখছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমানুল্লাহ |নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেনে, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’

তিনি বলেন, ‘উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে বিদ্যমান সিলেবাস সংস্কারের পাশাপাশি স্নাতক (সম্মান) প্রথমবর্ষে আইসিটি ও ইংরেজি কোর্স বাধ্যতামূলক করা হয়েছে।’

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর শহীদ শাদাত আলী কনফারেন্স রুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত একবছর মেয়াদী বিএড শিক্ষাক্রম সংশোধন ও পরিমার্জনবিষয়ক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ভিসি আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সারাদেশের প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে যে আধুনিক গুণগতমান সম্পন্ন কর্মমুখী উচ্চশিক্ষা প্রদানের স্বপ্ন দেখছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তা বাস্তবায়নের মূল কারিগর বিএড ও এমএড ডিগ্রিধারীরা। তারা নতুন সিলেবাস সহজভাবে শেখানোর কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘আইইআর থেকে বিএড-এর সিলেবাস সংশোধন ও পরিমার্জন করে দিলেই তা কার্যকর করা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ-আইইআর-এর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় আইইআরের শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রতিনিধি, বিভিন্ন টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।