কম্পিলিট শাটডাউন কর্মসূচি স্থগিত করল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির আশ্বাসের ভিত্তিতে কম্পিলিট শাটডাউন স্থগিত করেছে। তবে নিরাপত্তা ও দোষীদের শাস্তি নিশ্চিত না হলে পুনরায় কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছে।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
চলমান কম্পিলিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
চলমান কম্পিলিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সালেহ হাসান নকীবের মোখিক প্রতিশ্রুতিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে চলমান কম্পিলিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাথে আলোচনা শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড মো: আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল দুপুর ১টায় সাত দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে রাবি অফিসার সমিতি।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে বলেও জানান তারা।