মির্জাগঞ্জ জামায়াতের আমির হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিহত মান্নান মুজাহেদী মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Mirzaganj
মির্জাগঞ্জ জামায়াতের আমির হত্যা মামলার প্রধান আসামি নারায়নগঞ্জ থেকে গ্রেফতার
মির্জাগঞ্জ জামায়াতের আমির হত্যা মামলার প্রধান আসামি নারায়নগঞ্জ থেকে গ্রেফতার |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে জামায়াতের আমির আলোচিত আ: মান্নান মুজাহেদী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসন (পিবিআই)। গত ৪ বছরের বেশি সময় পলাতক থাকার পরে গত ১৮ আগস্ট নারায়নগঞ্জ থেকে মামলার প্রধান আসামি মো: শিপন আকনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মির্জাগঞ্জ ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

নিহত মান্নান মুজাহেদী মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।

পিবিআই সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে নয়জন আসামি মিলে আ: মান্নান মুজাহেদীকে (৫৮) নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মো: সাইদুল ইসলাম হাং (২৩) বাদি হয়ে একই দিন মির্জাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলাটি নম্বর-০২/২০২১, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪ দন্ডবিধি অনুযায়ী করা হয়। ঘটনার পর থেকে অধিকাংশ আসামি জামিনে থাকলেও মামলার ১ নম্বর আসামি ও মামলার প্রধান অভিযুক্ত মো: শিপন আকন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আদালতের নির্দেশে চলতি বছরের ২৮ এপ্রিল মামলাটির তদন্তভার পটুয়াখালী জেলা পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়।

এরপর থেকেই পিবিআই শিপন আকনকে গ্রেফতারের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে এসআই (নি:) মো: গোলাম কাওসারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রামারবাগ এলাকার মেট্টো গার্মেন্টসের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর শিপন আকনকে গত মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মির্জাগঞ্জ ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।