চাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট, সর্বত্র থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সব প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে, যা মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতির অংশ। শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে শাটল ট্রেনের সময়সূচি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত বাসের ব্যবস্থাও করা হয়েছে।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট, সর্বত্র থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
চাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট, সর্বত্র থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা |নয়া দিগন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের গোপন কক্ষ ছাড়া পুরো ক্যাম্পাস থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। নির্বাচনী দিন বিশ্ববিদ্যালয়জুড়ে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

রোববার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

তিনি বলেন, ‘ভোটগ্রহণ থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সরাসরি ভিডিও ডিসপ্লেতে প্রদর্শন করা হবে। বিদ্যুৎ বিভ্রাট হলেও ফুটেজ সংরক্ষিত থাকবে। প্রতিটি কেন্দ্রে থাকবে বড় এলইডি স্ক্রিন, দু’টি মেডিক্যাল টিম এবং নির্ধারিত সংখ্যক ব্যালট। অব্যবহৃত ব্যালট সিল করে ফেরত নেয়া হবে। প্রতিটি ব্যালট পেপারে থাকবে আলাদা নিরাপত্তা কোড, যা ওএমআর মেশিনে যাচাই করা যাবে। ব্যালটে প্রার্থীর নাম, নম্বর এবং পাশে থাকবে বৃত্ত। ভোটকক্ষে ব্যালট বাক্স পৌঁছানোর পর উপস্থিত সবার সামনে তা খুলে দেখানো হবে এবং তালাবদ্ধ করে সিল করা হবে। অতিরিক্ত কোনো ব্যালট পাঠানো হবে না।’

তিনি আরো জানান, ‘সব প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে, যা মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতির অংশ। শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে শাটল ট্রেনের সময়সূচি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত বাসের ব্যবস্থাও করা হয়েছে।’

সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘নির্বাচনের দিন শিক্ষার্থীদের জন্য চার স্তরের নিরাপত্তা থাকবে। শিক্ষার্থীরাই আমাদের শক্তি, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসনিক) অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, নির্বাচন কমিশনার অধ্যাপক মো: তৈয়ব চৌধুরী, অধ্যাপক মো: আনোয়ার হোসেন, সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এবং প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।

প্রক্টর জানান, ‘ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের ১৪টি প্রবেশপথের মধ্যে সাতটি বন্ধ থাকবে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ২৪টি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এক নম্বর গেট থেকে ক্যাম্পাসের বাইরে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।’

তিনি বলেন, ‘শিক্ষার্থী পরিচয়পত্র বা কমিশনের অনুমোদিত কার্ড ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র ভোটার, পোলিং অ্যাজেন্ট, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের প্রবেশের অনুমতি থাকবে।’