৮ দফা দাবিতে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

এ কলেজে শুধু স্থায়ীভাবে ছয়জন শিক্ষক রয়েছেন। বাকি কিছু অতিথি শিক্ষক নিয়ে ক্লাস পরিচালনা হচ্ছে। এভাবে একটি কলেজ চলতে পারে না। আমাদের ৮ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
আট দফা দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
আট দফা দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।

রোববার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না’, শিক্ষার নামে প্রহসন, চলবে না, চলবে না‘সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

তাদের দাবিগুলো হলো- শিক্ষক সঙ্কট স্থায়ীভাবে সমাধান, ল্যাবের জন্য লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রিটেক ফি কমানো, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা ও ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা।

শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদফতর পরিচালিত ইঞ্জিনিয়ারিং কলেজে চরম শিক্ষক সঙ্কটে রয়েছে। এ কলেজে শুধু স্থায়ীভাবে ছয়জন শিক্ষক রয়েছেন। বাকি কিছু অতিথি শিক্ষক নিয়ে ক্লাস পরিচালনা হচ্ছে। এভাবে একটি কলেজ চলতে পারে না। আমাদের ৮ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এখানে সবকিছুর আধুনিক সুবিধা থাকলেও জনবল সঙ্কট রয়েছে। জনবল না থাকায় ল্যাবের যন্ত্রপাতি ও মেশিন নষ্ট হয়ে গেছে।