শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই মনোনয়নপত্র নিয়েছেন ৪৬ জন সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ২০টি ফরম বিতরণ করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম।
এর আগে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু করে নির্বাচন কমিশন এবং গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।



