র‍্যাংকিংয়ে দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বিজ্ঞান বিভাগে দেশসেরা ৭ম এবং বিশ্বে ৫০১–৬০০ অবস্থানে উঠেছে নোবিপ্রবি। ভিসি এটিকে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেছেন।

সাজিদ খান, নোবিপ্রবি

Location :

Noakhali
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) |সংগৃহীত

বিজ্ঞান বিষয়ক র‍্যাংকিংয়ে দেশসেরা সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্য-ভিত্তিক টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং সংস্থা এ তালিকা প্রকাশ করে।

এ র‍্যাংকিংয়ে বিজ্ঞান বিষয়ক দেশসেরা সপ্তম স্থানে এবং বিশ্বে ৫০১-৬০০তম র‍্যাংকিংয়ে আছে নোবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগগুলোর পড়াশোনা,গবেষণা, শিক্ষার পরিবেশ, কর্মসংস্থান ও সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে এ র‍্যাংকিং প্রকাশ করা হয়।

ইতোপূর্বে একই র‍্যাংকিং সংস্থাতে সামগ্রিকভাবে দেশ সেরা ১২তম, বিশ্বে ১২০১-১৫০০ তম স্থানে এবং গবেষণায় ৭২২তম হওয়ার গৌরব অর্জন করে।

নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘র‍্যাংকিংয়ের এ খবরে আমি এবং আমাদের নোবিপ্রবির সবাই অত্যন্ত আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই এ র‍্যাংকিংয়ের পেছনে শ্রম দেয়া সকল অংশীজনকে, র‍্যাংকিং সেল, রিসার্চ সেল, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সকলকে। একসাথেই আমরা আমাদের এ র‍্যাংকিংকে আরো সামনে নিয়ে যেতে পারব। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।’