বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনে তিন দফা দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বুধবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটির আহ্বায়ক কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন ও টেকসই উন্নয়নে প্রকৌশলী সমাজের অবদান অপরিসীম। একজন প্রকৌশলী হতে হলে দীর্ঘ অ্যাকাডেমিক সাধনা, গবেষণা, কঠোর পরিশ্রম ও পেশাগত দক্ষতার স্বীকৃতি প্রয়োজন। অথচ সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের সমতুল্য দাবি ঘিরে আন্দোলনে পুলিশের হামলা ও টিয়ারশেল নিক্ষেপে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এ ধরনের আচরণ ইতিহাসের স্বৈরশাসনের অন্ধকার অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।
সংগঠনটি বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রক্তাক্ত ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি যেসব বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এখনো আইইবির অন্তর্ভুক্ত নয়, সেগুলোকে অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়।
উল্লেখ্য, প্রকৌশল শিক্ষার্থীদের তিনটি দাবি হলো:-
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করা,
২. তাদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা,
৩. ১০ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দেয়া।
যবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, যুক্তিনির্ভর ও ন্যায্য সিদ্ধান্তের মাধ্যমে প্রকৌশল পেশার মর্যাদা অক্ষুণ্ন থাকবে এবং দেশের উন্নয়ন আরো গতিশীল হবে।