মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় জাবি শিক্ষক সমিতির শোক

সোমবার (২১ জুলাই) রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক আইরীন আক্তার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |ইন্টারনেট

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সোমবার (২১ জুলাই) রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক আইরীন আক্তার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় বলা হয়, মাইলস্টোন স্কুলের এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গোটা জাতি শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই দুর্ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তাবিষয়ক পরিকল্পনার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। জনবহুল রাজধানীর আকাশে সামরিক প্রশিক্ষণ চলার যৌক্তিকতা ও নিরাপত্তা ঝুঁকি পুনর্মূল্যায়ন জরুরি। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শিক্ষক সমিতি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে যথাযথ নীতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, গতকাল দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে আজ সকাল পর্যন্ত ২৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো: সায়েদুর রহমান। তিনি আরো জানান, চারটি হাসপাতালে ৭৮ জন চিকিৎসাধীন রয়েছে।