ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত

শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন তারা।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়

Location :

Barishal
সভাপতি মোশাররফ ও সম্পাদক শান্ত
সভাপতি মোশাররফ ও সম্পাদক শান্ত |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মো: মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো: আরিফ হোসাইন শান্ত ও সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন তারা।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৩৯ জন। এর মধ্যে দুটি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। এদিকে ভোট গণনা ২টায় শুরু হয় এবং পরবর্তী সময় আড়াইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো: রেজা শরীফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশা করব তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে।‘

প্রধান নির্বাচন কমিশনার মো: নিজাম উদ্দিন বলেন, ‘আজকের এ নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এ কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে নেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।’