যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের নাম ও লোগো সম্বলিত ফাইল বিতরণকে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বলে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চাই না চাই না, রাজনীতি চাই না’, ‘রাজনীতির বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ক্যাম্পাসে রাজনীতি চলে, প্রশাসন কি করে?’, ‘আরেকটা কুয়েট হোক, চাই না চাই না’, ‘আপোষ না সংগ্রাম , সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ , রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শুক্রবার (৯ মে) রাত ৯টায় যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হল থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে মুনশী মেহেরুল্লাহ হল হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
সমাবেশে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফ রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে সকল ধরনের রাজনীতি করা নিষিদ্ধ। কিন্তু এ নিয়ম উপেক্ষা করে ছাত্রদলের কিছু ছেলে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদের আঙ্গিকে বলতে চাই রাজনীতি মুক্ত এই ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি আমরা চাই না। যেই দলই ক্যাম্পাসে রাজনীতি ঢুকানোর পায়তারা করবে তাদেরকেই আমরা প্রতিহত করতে প্রস্তুত।’
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তপু বলেন, ‘আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে যারা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ক্যাম্পাসে রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়াও যখনই কেউ তাদের অপচেষ্টা রুখতে চাই তখনই তারা অতীতের মতো অন্যদের বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই ট্যাগের রাজনীতি অনেক সহ্য করেছি। সাধারণ শিক্ষার্থীরা আর এসব সহ্য করবে না। তাই আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসে কোনো দলের রাজনীতি দেখতে চাই না।’
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সামিউল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলমান থাকলে কি পরিস্থিতি হয় তা আমরা আগে দেখেছি। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই সম্পর্কে আমরা সকলেই জানি। তাই আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোনো ছাত্র রাজনীতি আসুক। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই বিষয়ে যথাযথ নজর দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেন।’
উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠিত হওয়া গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে যবিপ্রবি ছাত্রদলের নাম ব্যবহার করে পরীক্ষার্থীদের জন্য তথ্য ও সেবাকেন্দ্র চালু করে ছাত্রদলের কিছু নেতাকর্মী। এ সময় তারা ছাত্রদলের লেগো ও নাম সম্বলিত ফাইল পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করে। এ বিষয়ে জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষার্থী এ কার্যক্রমে বাধা দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নাম সম্বলিত ছাত্রদলের নাম ও লোগো খচিত ফাইল জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।