ইবির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

‘শহীদ জিয়াউর রহমানের লক্ষ্য ছিল আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি তার এ স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো।’

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
ইবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
ইবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৩০ মে) দিনটি উপলক্ষে বেলা ১১টার দিকে প্রশাসন ভবন চত্বর থেকে শোক র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে শহীদ জিয়ার স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন।

এ সময় ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম, সাধারণ কর্মচারী ফোরাম ও শাখা ছাত্রদলসহ বিভিন্ন হল ও বিভাগ।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে প্রশাসন। এছাড়া জুমার নামাজের পর শহীদ জিয়ার রূহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে পুষ্পস্তবক অর্পনে অংশ না নিয়ে মুনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম ও শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের লক্ষ্য ছিল আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি তার এ স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো। এছাড়া শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চালু করে গেছেন তা প্রতিষ্ঠায় এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’