শাবিপ্রবির ভারপ্রাপ্ত ভিসি

যাদের সাথে কর্মজীবন শুরু, তাদের অনেকেরই অবসর গ্রহণ আবেগঘন এক বাস্তবতা

তার লেখা নোটগুলো ছিল অত্যন্ত স্পষ্ট ও প্রাঞ্জল। তিনি একজন পরিশ্রমী ও আন্তরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান |নয়া দিগন্ত

শাবিপ্রবির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. সাজেদুল করিম বলেছেন, ‘দীর্ঘ সময় একসাথে কাজ করা সহকর্মীরা যখন বিদায় নেন, তখন সে অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যাদের সাথে কর্মজীবন শুরু হয়েছিল, আজ তাদের অনেকেই অবসর গ্রহণ করছেন— এটি আবেগঘন এক বাস্তবতা।’

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে হিসাব দফতরের আয়োজনে হিসাব পরিচালক সোহেল উদ্দিন আহম্মেদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন।

প্রধান অতিথি সোহেল উদ্দিনের পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেন, ‘তার লেখা নোটগুলো ছিল অত্যন্ত স্পষ্ট ও প্রাঞ্জল। তিনি একজন পরিশ্রমী ও আন্তরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন ভিসি। এ সময় তিনি বার্ষিক কর্মসূচিগুলোতে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণ জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন।

কোষাধ্যক্ষ বলেন, ‘বিদায়ী কর্মকর্তা তার জীবনের গুরুত্বপূর্ণ সময় এ প্রতিষ্ঠানে ব্যয় করেছেন। তিনি কাজের প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল এবং সবসময় নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করেছেন। আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতায় তার ওপর পূর্ণ আস্থা রাখা যেত।’

কোষাধ্যক্ষ আরো বলেন, ‘তাকে কখনো অফিসে বিলম্ব করে আসতে দেখা যায়নি, যা তার পেশাদারিত্বের পরিচয় বহন করে।’

তিনি তার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে সোহেল উদ্দিনকে চেনেন এবং এ সময়ে সোহেল উদ্দিন ছিলেন তার একজন বিশ্বস্ত পরামর্শদাতা, ঘনিষ্ঠ সহকর্মী ও বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় বন্ধু। তিনি একজন পরোপকারী ও মানবিক মানুষ, যার কাছ থেকে বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত পরামর্শ পেয়েছেন।’

রেজিস্ট্রার বলেন, ‘সোহেল উদ্দিন দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।’

অতিরিক্ত হিসাব পরিচালক মুর্শেদ আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: ইউনুস আলী, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌস, বর্তমান হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো: নাজমুল হুসেইন প্রমুখ।

উল্লেখ্য, সোহেল উদ্দিন আহম্মেদ ২ আগস্ট, ১৯৯৪ সালে শাবিপ্রবিতে সেকশন অফিসার হিসেবে যোগদান করেন।