গোবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত

‘শহীদ ওসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের অগ্রনায়ক ছিলেন। যেজন্য তাকে কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। যে বুলেট দিয়ে শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে, সেই বুলেট শুধু ওসমান হাদি ভাইকে শহীদ করেনি, সেটি সারা বাংলাদেশকে আঘাত করেছে।’

মো: নাঈম আশরাফ, গোবিপ্রবি
গোবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল
গোবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা ও কফিন মিছিল |নয়া দিগন্ত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে ওই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা জানাজা শেষে শহীদ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’, ‘ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘শাহবাগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘কালচারাল ফ্যাসিস্টদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।

গায়েবানা জানাজা নামাজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

এ সময় গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ ২০১৩ সালে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলী, ২০১৮ সালে হত্যার শিকার শহীদ আবরার ফাহাদ এবং সর্বশেষ ওসমান হাদিসহ সকল ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদের স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের অগ্রনায়ক ছিলেন। যেজন্য তাকে কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। যে বুলেট দিয়ে শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে, সেই বুলেট শুধু ওসমান হাদি ভাইকে শহীদ করেনি, সেটি সারা বাংলাদেশকে আঘাত করেছে।’

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু দারদা বলেন, ‘পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে ‘আল্লাহর রাস্তায়, ফ্যাসিবাদীর বিরুদ্ধে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত আছে। তোমরা তা উপলব্ধি করো না।’ আমরা প্রত্যেকে এক একজন হাদি। এখনো ওসমান হাদির খুনিকে ধরতে না পারা, এটা প্রশাসনের দুর্বলতা।’