দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা বাজেট ধরা হয়েছে তিন কোটি ১০ লাখ টাকা। যা বিগত অর্থবছরের তুলনায় ৩০ লাখ টাকা বেশি।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মোট ১২৩টি স্বতন্ত্র গবেষণা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের ১৩টি চলমান কোলাবরেটিভ প্রকল্প ও ২০২৩-২৪ অর্থবছরের ৪টি প্রকল্পও কার্যক্রমে রয়েছে।
স্বতন্ত্র প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় দু’ কোটি তিন লাখ টাকা, চলমান কোলাবরেটিভ প্রকল্পে প্রায় ৫৫ লাখ ৩০ হাজার টাকা, আর তিন বছর ধরে চলমান প্রকল্পে প্রায় ১৮ লাখ টাকা। গবেষণার অন্যান্য আনুষঙ্গিক খরচসহ মোট বাজেট দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লাখ টাকা।
ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক অধ্যাপক ড. আলমগীর হোসেন বলেন, ‘ভিসি অধ্যাপক ড. এম এনামউল্যা স্যারের দিক নির্দেশনায় এ বছর আমরা গবেষণা ফান্ড গত বছরের থেকে ৩০ লাখ বেশি দিতে সক্ষম হয়েছি। আমাদের রিসার্চ সফলভাবে চলছে। আগামীতে রিসার্চ বাবদ বাজেট আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়ন ও বিশ্বমানের গবেষণার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বাজেট বৃদ্ধির ফলে কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মৎস্য ও ভেটেরিনারি অনুষদে উদ্ভাবনী গবেষণা কার্যক্রম আরো ত্বরান্বিত হবে এবং দেশের কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি উদ্ভাবন ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



