ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনসহ তিন স্তরের নিরাপত্তা থাকবে

নির্বাচনের সাত দিন আগে থেকে হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চিফ রিটার্নিং অফিসার প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের নিয়ে এক সভায় এ ঘোষণা দেন।

তিনি বলেন, নির্বাচনের সাত দিন আগে থেকে হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। একইসাথে নির্বাচনের দিন বৈধ ভোটার ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

তিনি আরো বলেন, ডিএমপি আমাদের সাথে থাকবে। তারা সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে কাজও শুরু করেছে।

চিফ রিটার্নিং অফিসার জানান, ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা। দ্বিতীয় স্তরে মোতায়েন থাকবে পুলিশ সদস্যরা। আর তৃতীয় স্তরে সেনাবাহিনী থাকবে নির্দিষ্ট প্রবেশপথে। তারা সারাদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ভোট শেষে ব্যালটের নিরাপত্তার দায়িত্বও পালন করবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। মনোনয়ন প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আজ থেকে শুরু হবে এই বহু কাঙ্ক্ষিত নির্বাচনী উৎসব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

গতকাল সোমবার ছিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশন আজ (২৬ আগস্ট) বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। এর পরপরই প্রার্থীরা স্ব স্ব প্যানেল ও ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ভোট চাইতে পারবেন। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।