শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন

আয়োজনের মধ্যে রয়েছে র‌্যালি, প্রীতি খেলা, দোয়া ও মিলাদ মাহফিল, জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বর্ণাঢ্য র‌্যালি বের করে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা
বর্ণাঢ্য র‌্যালি বের করে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুরের প্রথম শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে নানা আয়োজন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ভিসি ড. শওকাত আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি প্রধান ফটক হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মারকে এসে শেষ হয়। এ দিকে র‌্যালিতে ব্যান্ড পার্টির সাথে দেখা মেলেছে ঘোড়ার গাড়ির। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে প্রীতি খেলার উদ্বোধন করেন ভিসি। এর আগে প্রশাসনির ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

র‌্যালি উদ্বোধনকালে ভিসি ড. শওকাত আলী বলেন, ‘শহীদ আবু সাঈদ এ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আত্মদান করেছিলেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে তা পূরণ করা হবে। সবাইকে নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের ত্যাগকে সম্মান করার আহ্বান রইলো।’

এছাড়া বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এদিকে সন্ধ্যা ৭টার দিকে আতশবাজি, সাড়ে ৭টার দিকে জুলাই অভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা আয়োজন থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুণ অর রশিদ।

এদিকে দুপুর ১২টার দিকে নগরীর শাপলা চত্বরে জুলাই জাগরণ-নব উদ্যোমে বিনির্মাণ স্লোগানে র‌্যালি বের করে মহানগর শাখা ছাত্রশিবির। অন্যদিকে বেলা পৌনে ১২টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সামন থেকে দিনটি উপলক্ষে শুকরিয়া র‌্যালি বের করে উলামা জনতা ঐক্য পরিষদ।

সকাল ৯টার দিকে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপিসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এছাড়া শহীদ পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে শহীদ পরিবার, আহত ও সম্মুখ যোদ্ধাদের সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া দুপুর আড়াইটার দিকে রংপুরের সর্বস্তরের ফ্যাসিস্টবিরোধী ছাত্র-জনতার উদ্যোগে র‌্যালি, বেলা ৩টার দিকে সিটি পার্ক মার্কেট থেকে ইসলামী আন্দোলন র‌্যালি বের করে। বিকাল সাড়ে ৩টার দিকে শাপলা চত্বর থেকে র‌্যালি বের করে জামায়াতে ইসলামী।